আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

Logo
মাহাথির মোহাম্মদ নয়, সাবেক অর্থমন্ত্রী ডিয়াম মারা গেছেন

মাহাথির মোহাম্মদ নয়, সাবেক অর্থমন্ত্রী ডিয়াম মারা গেছেন

মাহাথির মোহাম্মদ নয়, সাবেক অর্থমন্ত্রী ডিয়াম মারা গেছেন

পল্লী জনপদ ডেস্ক ॥

মাহাথির মোহাম্মদ নয় মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী ডিয়াম মারা গেছেন। গতকাল রাতে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ ইন্তেকাল করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

দেশটির অনলাইন দ্য স্টার জানিয়েছে, মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী ডিয়াম এর বন্ধু এবং পরিবারের সদস্যরা বুকিত তুংকুতে তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন।

এর মধ্যে আছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার তুন ড. মাহাথির মোহাম্মদ ও তার স্ত্রী তুন ড. হাসমাহ মোহাম্মদ আলি সহ আরো অনেকে। গতকাল দুপুর ১২.৪৮ টার দিকে এসে প্রায় আধা ঘণ্টা সেখানে ছিলেন ড. মাহাথির।

সাবেক অর্থমন্ত্রীর বাড়িতে আরও উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লা ইউসুফ, বিরোধী দলীয় নেতা দাতুক সেরি হামজাহ জাইনুদ্দিন, মুআর এমপি সৈয়দ সাদিক সৈয়দ আবদুল রহমান, বেরসাতু’র সহ-সভাপতি আহমদ ফাইজাল আজুমু এবং মাচাং এমপি ওয়ান আহমদ ফয়সাল ওয়ান আহমদ কামাল।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon