আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায় : বিএমএসএফ অবশেষে কনস্টেবল সুজন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ এবার টিউলিপকে মন্ত্রিত্ব থেকে বরখাস্তের দাবি ব্রিটেনের প্রধান বিরোধীদলীয় নেতার জাতি চায় একটি সুন্দর বাংলাদেশ : চরমোনাই পীর কাতার আমিরকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নওমালা মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হলেন জেলার নূর মোহাম্মদ মৃধা ৮ হাজার কিলোমিটার দূরে আজ মা-ছেলের মহাপুনর্মিলন সুস্থ হয়ে ফিরবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোয়েন্দাজালে আ’লীগের নৈশভোটের কুশীলব ১১৬ ডিসি-এসপি
স্বাগতম ২০২৫ : বিদায় ২০২৪

স্বাগতম ২০২৫ : বিদায় ২০২৪

স্বাগতম ২০২৫ : বিদায় ২০২৪

আরিফ রহমান ॥

দেখতে দেখতে চলে যাচ্ছে আরো একটি বছর। চলে যাচ্ছে অনেক স্মৃতি, অনেক আশা জাগানিয়া রাত, অনেক সূর্যালোকিত ভোর। আর মাত্র এক দিন, এক দিন পরেই রাত শেষে সকালটা হবে নতুন বছরের। শুভ ইংরেজি নববর্ষ। নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে, বিদায় নিচ্ছে ২০২৪, আসছে ২০২৫। ৩৬৫ দিনের এই হিসেব-নিকেশ চলবে অনন্তকাল। বিদায়ের ব্যথা ভুলতে না ভুলতেই মেতে উঠবো নতুনের আনন্দে। কথায় বলে, ‘যায় দিন ভালো, আসে দিন মন্দ’। তবে আমরা সেটা চাই না, আমাদের যেদিন গেছে, তা হোক সফলতার কিংবা ব্যর্থতার। কারণ আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো সাজাবো নির্ভুলভাবে। প্রবাদ থাকুক প্রবাদের মতো, আমরা চলবো নিজেদের বুদ্ধিমত্তায়।

গত এক বছর আমাদের জন্য অনেক কারণেই আলোচিত-সমালোচিত। রাজনৈতিক যোগ-বিয়োগ, ধর্মীয় সম্প্রীতি-সহিংসতা, আন্তর্জাতিক শুভ-মন্দ দৃষ্টি আমাদের বারবার হোচট খেতে বাধ্য করলেও আমরা উঠে দাঁড়িয়েছি। বিপদসংকুল পথেই দীপ্ত পায়ে হেঁটেছি। নতুন-পুরাতন হিসেব-নিকেশ, চুলচেড়া বিশ্লেষণ চলবে মাসজুড়ে। যা কিছু ঘটেছে, তা আমাদের চোখের সামনেই। চোখ বুজলেই তা দেখতে পাই। তবুও স্মরণ করিয়ে দেয়া, একটু আলোড়িত করা। আমরা না হয় চোখ বন্ধ করে নিজের সালতামামিটা নিজেই করে নেই। দেখি কোথায় আমরা সফল আর কোথায় ব্যর্থ! খুঁজে বের করার চেষ্টা করি সফলতা ও ব্যর্থতার কারণ। তবেই আগামীর পথচলা আমাদের জন্য কণ্টকমুক্ত হবে। তবুও মনে হয়, বিগত বছরটা আমাদের ভালোই কেটেছে। হিসেবের খাতা খুলে দেখেছি, খুব বেশি ব্যর্থতার কিছু ছিলো না। কিছু ভুল-ত্রুটি তো থাকতেই পারে, যেহেতু আমরা মানুষ। আর মানুষ হিসেবে ভুল করার অধিকার কেবল আমাদেরই আছে। ব্যর্থতা এবং সফলতার মাপকাঠিতে খুব বেশি ব্যর্থ নই আমরা, বরং সফলতার ঝুলিটা বরাবরই সমৃদ্ধ হয়েছে।কবির ভাষায়, ‘রূপ রস ও গন্ধময়, পৃথিবী হতে বিদায় লয়, পুরাতন বর্ষ শেষ হয়’। পুরাতনকে হাসি মুখেই বিদায় দিতে প্রস্তুত আমরা, প্রস্তুত শেষরজনী উদযাপনে, স্বাগত জানাবো নতুন সূর্যকে। বাংলার সর্বস্তরের মানুষের জন্য শুভময় সফলতম বছর আসুক, এ প্রার্থনা করবে সব ধর্মের মানুষ। অরো একটি কঠিন ফলকে নিজেদের নামাঙ্কিত করতে প্রস্তুত আমরা।

২০২৪ সালের যাবতীয় ঘটনার আলোকপাত মূল উদ্দেশ্য নয়। ব্যক্তিজীবনে, সামাজিক প্রেক্ষাপটে, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক অঙ্গনে যত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য থমকে যাওয়ার কারণ না খুঁজে অশুভকে বিতাড়িত করে শুভক্ষণকে বরণ করবো। কবিগুরুর ভাষায় বলতে হয়, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা’। সবশেষেও কবির মতোই বলতে হয়, ‘মুকুলিত সব আশা, স্নেহ, প্রেম, ভালবাসা, জীবনে চির স্মৃতি হয়ে রয়। … পুরাতন বর্ষ বিদায় লয়, নববর্ষের আগমন হয়’। সব আশা-স্নেহ-ভালোবাসা স্মৃতি হয়ে থাকুক। আগামী আসুক পুষ্পশোভিত হয়ে। প্রজ্জ্বলিত সূর্যের আলোকচ্ছটায় আলোকিত হোক বিশ্ব। বিশ্বের যাবতীয় মানুষের কল্যাণ হোক। বাংলাদেশ উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যাক। বিদায় ২০২৪, স্বাগতম ২০২৫।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon