আজ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১০ম জাতীয় নির্বাহী কমিটি ২০২৫–২০২৬ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে। ঘোষিত কমিটিতে সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের পরিবর্তন–এর সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
নির্বাচিত হওয়ার পর পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মফস্বল সাংবাদিকতার দুরবস্থা দূর করা, ক্ষেত্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রান্তিক সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য। দেশের সর্বত্র স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরিতে বিএমএসএফ নিরলসভাবে কাজ করবে।
সংগঠনটি সরকারি নিবন্ধন নং-০৬/২০২২–এর অধীনে পরিচালিত হয়ে আসছে। নতুন নির্বাহী কমিটির মেয়াদ ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত চলবে।এ সময়ে সংগঠনটি,জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা,নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত, পেশাগত প্রশিক্ষণ ও নীতি–নৈতিকতা জোরদার,মিথ্যা মামলা ও হয়রানি প্রতিরোধগ গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা,এসব বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানানো হয়েছে।
নেতৃবৃন্দের প্রত্যাশা,নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল সাংবাদিকদের জন্য আরও সুসংগঠিত কাঠামো, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং সুরক্ষা, ব্যবস্থা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিএমএসএফের কেন্দ্রীয় নেতারা জানান, তৃণমূলের কণ্ঠস্বর জাতীয় পরিসরে তুলে ধরার জন্য এই কমিটি নতুন উদাহরণ সৃষ্টি করবে।
কাজী মিরাজ মাহমুদ দীর্ঘদিন ধরে প্রিন্ট ও অনলাইন সাংবাদিকতা ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। সংগঠন পরিচালনা, সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং গণমাধ্যমের মান উন্নয়নে তার ভূমিকা প্রশংসিত।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রান্তিক সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং গণমাধ্যমের উন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।