আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি ॥
পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়নের আশুরীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল। এতে তরুন, উদীয়মান সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ মহিউদ্দিনকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল, ২০২৫) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক’র সই করা আশুরীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক মোহাম্মাদ বাহাউদ্দিনকে সদস্য সচিব, মোঃ হেলাল উদ্দিনকে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য এবং মোঃ খালেক গাজীকে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অভিভাবক সদস্য করা হয়।