আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

Logo
‘কট্টর’ বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল

‘কট্টর’ বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে সই করেছেন ট্রাম্প

‘কট্টর’ বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল

পল্লী জনপদ ডেস্ক ॥

ডোনাল্ড ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে সই করেছেন, যার মধ্যে রয়েছে:

যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসবে।
বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল।
যা ফেডারেল সরকারকে মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার নির্দেশ দেয়া।

অনুষ্ঠানে উপস্থিত জনতাকে ট্রাম্প প্রতিশ্রুতি দেন যে, হোয়াইট হাউজে ফিরে আরও অনেক আদেশে সই করবেন তিনি।

এদিকে, ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিসেবে প্রথম ভাষণে তিনি বলেন, শীঘ্রই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।

তার কিছুক্ষণ পরই তিনি যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন।

স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান।

এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশেও সই করেন ট্রাম্প।

এর আগে ক্ষমতা ছাড়ার আগে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন।

নিজের প্রথম ভাষণে ট্রাম্প বলেছেন, ওই আদেশও বাতিল হবে।

মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেছেন ট্রাম্প।

সূত্র : বিবিসি বাংলা

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon