আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
পল্লী জনপদ ডেস্ক ॥
সাতক্ষীরার তালায় দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ডের ঘটনায় নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) দুপুরে তথ্য কমিশনে স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন। ২৪ ঘন্টার মধ্যে তাকে নিঃশর্ত কারামুক্তি করা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়।
এদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন। তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুলস্মারকলিপি গ্রহণ করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, সহ সম্পাদক নুরুল হুদা বাবু , সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আনিসুর রহমান লিমন, ইসমাইল হোসেন পলাশ, মনি আক্তার, মারিয়া আক্তার, সুমন খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এরায় প্রত্যাখ্যান করে কারাদণ্ডাদেশ দেয়ার ঘটনার সাথে জড়িত নির্বাহী অফিসার-নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রকৌশলী তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করে তাদেরকে বিচারের দাবি করা হয়। কেননা ঐ সকল কর্মকর্তারা রাষ্ট্রীয় সম্পদ লুটেপুটে খাবার জন্য সাংবাদিকদের কন্ঠরোধ করতে চাচ্ছে। এটা হতে দেয়া যাবে না । আমরা সাতক্ষীরায় যাব, জেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে কথা বলে আদ্যোপান্ত জানবো।
সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন তালার ঘটনায় সাংবাদিকদের কণ্ঠরোধের মাধ্যমে প্রশাসনের একশ্রেণীর দালাল তারা কারাদণ্ড দিয়ে দুর্নীতি অনিয়মকে উস্কে দেবার পাঁয়তারা করছে।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মোঃ রাসেল এ রায় প্রদান করেন। জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্ণীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিককে ” তথ্য জানার কে” এমন প্রশ্ন করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এঘটনা উভয়পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই রায় প্রদান করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাজানো নাটকের বিরুদ্ধে প্রশ্ন রাখা হয়েছে ভ্রাম্যমান আদালতস্থলে যারা ছিল তারা কি কেউ নিরপেক্ষ ছিল? মামলার সাথে জড়িত সকলেই ঠিকাদারের শ্রমিক এবং প্রশাসনের লোক। প্রশাসনের উচিত ছিল ঘটনার নিরপেক্ষতা বজায় রেখে ব্যবস্থা নেয়া। কিন্তু তিনি তা না করে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের দীর্ঘদিনের দূরত্বের ঝাল মিটিয়েছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিকরা।