আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

Logo
তিমিরকাঠি দারুস সা’আদ কারামতিয়া খানকা শরীফের ওয়াজ-মাহফিল সম্পন্ন

তিমিরকাঠি দারুস সা’আদ কারামতিয়া খানকা শরীফের ওয়াজ-মাহফিল সম্পন্ন

 

তিমিরকাঠি দারুস সা’আদ কারামতিয়া
খানকা শরীফের ওয়াজ-মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ॥

নলছিটি উপজেলাধীন দারুস সাআ’দ কারামতিয়া খানকা শরীফ, তিমিরকাঠি গাজী বাড়ির বার্ষিক ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আখেরী মোনাজাত পরিচালনা করেন, সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ ওয়া মোর্শেদেনা শাহসুফি মোঃ ফাররুখ সেয়ার সিদ্দিকী পীর সাহেব, জৈনপুরী, আল কোরাইশি (রঃ) বড় হুজুর-ভারত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি: পীর সাহেব হুজুরের একমাত্র সুযোগ্য সন্তান আলহাজ্ব হযরত মাওলানা শাহ আহমাদ সা’আদ সিদ্দিকী আল-কোরাইশী বড় হযরত, জৈনপুরী, আল কোরাইশি।

আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত মাহফিল শনিবার (২৪ মে) মাগরিব নামাজ বাদ শুরু হয়ে রাত ১১ টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত থেকে মুসলিম উম্মার শান্তি কামনা করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon