আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
দশমিনা প্রতিনিধি ॥
অবশেষে পটুয়াখালীর দশমিনায় অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি পটুয়াখালী সদরের ইটবাড়িয়া ইউনিয়নের মহিউদ্দিন ওরফে ঈছার।
পটুয়াখালীর দশমিনা উপজেলা আলিপুরা ইউনিয়নের চাদপুরা গ্রামের ১ নং ওয়ার্ডে তরমুজ ক্ষেতের পাশে একটি টং ঘর থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্থানীয়রা টোং ঘরের ভিতরে খড়কুটো দিয়ে ঢাকা অবস্থায় লাশটি দেখতে পায়। পরে, দশমিনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দশমিনা থানার এসআই মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ফখরুল ইসলাম জানান, সকাল দশটায় তরমুজ ক্ষেতের কাজে নিয়োজিত মাহাতাব চাষাবাদের জন্য গেলে সে টোং ঘরের ভিতরে খড়কুটো দিয়ে ঢাকা অবস্থায় এক যুবককে দেখতে পায়। পরে, আমাদের জানালে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই।
দশমিনা থানার এসআই মাহামুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আনুমানিক ৩৫ বছরের এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক যুবকের পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ১০ টার সময়ে একই গ্রামের রাস্তার পাশ থেকে চালকবিহীন একটি অটো গাড়ি উদ্ধার করা হয়। উক্ত অটো গাড়ির মালিকের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে, গাড়ির নাম্বার প্লেটে পটুয়াখালী পৌরসভার নাম্বার। স্থানীয়রা জানান, মৃত যুবকের সাথে অটো গাড়িটির সংশ্লিষ্টতা থাকতে পারে।
ঘটনাস্থল পরিদর্শন করা গলাচিপা ও দশমিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মে. মোরশেদ তোহা জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধাড়ালো দা ও পরিত্যক্ত একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়েছে।
ওই জমির মালিকে জিজ্ঞাসা করলে, তিনি বলেন কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছেন আমি কিছুই জানিনা।