আজ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

Logo
দেশে ৫৩ বছরে ধনীরাই ধনী হয়েছে -মুফতী ফয়জুল করীম

দেশে ৫৩ বছরে ধনীরাই ধনী হয়েছে -মুফতী ফয়জুল করীম

দেশে ৫৩ বছরে ধনীরাই ধনী হয়েছে -মুফতী ফয়জুল করীম

পল্লী জনপদ ডেস্ক ॥

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, আমরা সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই, মার্কায় ভোট হবে, ব্যক্তিতে নয়। তাহলে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। পেশিশক্তি বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। যে মার্কা যত পার্সেন্ট ভোট পাবে ওই দল সেই পরিমাণে সদস্য সংসদে পাঠাবে।

ইসলামী আন্দোলনের নায়েবে আমীর বলেন, ৯৮ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে, ৫৩ বছর পর্যন্ত কোনো গরিব ধনী হয়নি, ধনীরা ধনী হয়েছে, যাদের ক্ষমতায় বসিয়েছি তারা আঙুল ফুলে কলাগাছ হয়েছে।

সোমবার সন্ধ্যায় শহরের ফৌজদারি মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করীম এসব কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুহা. নাহিদ খানের সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইউনুস আহমেদ, সিনিয়র সহ সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, মুফতী জাহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে, চুরি, ডাকাতি, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু ৫ আগস্টের পর আবার গুন্ডামি, চাঁদাবাজি, অত্যাচার, অনাচার আবার মিথ্যা মামলা, এটা দেখার জন্য মানুষ আন্দোলন করে নাই।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon