আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

Logo
নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মহতি উদ্যোগ

নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মহতি উদ্যোগ

নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মহতি উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক ॥

সুদীর্ঘ ৫৭ বছর পর এই প্রথম বারের মত দক্ষ অভিজ্ঞ উদীয়মান অফিসার জেলার নূর মোহাম্মদ মৃধার উদ্যোগে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জমিদাতা ও প্রধান শিক্ষকদের আজীবন, মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। তিনি বলেন- অজোপাড়া গাঁয়ের একটি প্রত্যন্ত অঞ্চলে জমিদান করে যারা শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন, নওমালা ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নগুলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন তাদের অবদানের প্রতি সম্মান জানাতে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে। অত্র প্রতিষ্ঠানে যারা জমি দান করেছেন তাদের দানকৃত জমির পরিমাণ এবং সাল সনদপত্রে উল্লেখ থাকবে। এছাড়াও স্কুল কর্তৃপক্ষ যেসব জমি ক্রয় করেছেন তার পরিমাণ এবং সাল উল্লেখপূর্বক সনদপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০১৮ থেকে বুয়েট, মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এ বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের জন্যও বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

নবনির্বাচিত সভাপতির বরণানুষ্ঠানে এ ঘোষণা দেওয়ায় শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। নবনির্বাচিত সভাপতির এ মহতি উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon