আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক॥
বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান।
মঙ্গলবার দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত ইউএনওকে মাহিলাড়া ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। দুপুরে উপজেলার শহিদ সুকান্ত বাবু মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, নবাগত ইউএনও মো. আবু আব্দুল্লাহ খান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, নুর আলম সেরনিয়াবাত প্রমূখ।
সভায় নবাগত ইউএনও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। একইদিন বিকেলে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।