আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ) পটুয়াখালী জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরকারি জুবিলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জেলার সাত উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাহিদ আল রাকিব, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান জিয়া ও ডা. মো. তৌফিকুর রহমান রাকিব।
এছাড়াও সদর স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. শহিদুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জুলিয়া নাসরিন, বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, নির্বাচনী প্রার্থী এবং গণমাধ্যমকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীরা সংগঠনকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি দেলোয়ার হোসেন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহসিন মাহমুদ ০৭ ভোট পান ও সাধারণ সম্পাদক আল-আমিন মৃধা ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: রবিউল ইসলাম ০৬ ভোট পান। যাচাই-বাছাইয়ে ১ ভোট নষ্ট হয়ে যায়।