আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

Logo
‘বাউফলে আর এমপি চাইনা, একজন খাদেম চাই’

‘বাউফলে আর এমপি চাইনা, একজন খাদেম চাই’

 

‘বাউফলে আর এমপি চাইনা, একজন খাদেম চাই’

পল্লী জনপদ ডেস্ক ॥

বাউফলের আর এমপি চাই না, একজন খাদেম চাই। জান্নাত-জাহান্নাম নির্ধারণের ক্ষেত্র এই পৃথিবী। দুনিয়ায় যারা সৎ লোকের সঙ্গী হবেন, জান্নাতেও তারা এক সাথেই থাকবেন। তাই আগামী নির্বাচনে জনগনের রায় হবে সততার পক্ষে। জনগন আর স্বৈরতন্ত্র কিংবা বৈষম্যকারীদের ক্ষমতায় দেখতে চায়না। শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল শিল্পকলা অডিটরিয়ামে বরিশালস্থ বাউফলবাসীদের নিয়ে প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুর রহমান।

প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী আশিকুল হায়দার মানিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মু. আবদুল মাননানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউফলের বিশিষ্ট ব্যক্তিত্ব এ্যাড. নাজমুল আহসান, মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক শাহে আলম, এ্যাড. মুজাহিদুল ইসলাম, এ্যাড. আবুল কাশেম, নাসির উদ্দিন মল্লিক, ছগির বিন সাঈদ, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা মতিউর রহমান, রাজনৈতিক ব্যক্তিত্ব কামরুল আহসান হাসান। এছাড়া বাউফল উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামী সঙ্গীত গেয়ে দর্শক মাতান বরিশাল সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। ড. শফিকুল ইসলাম মাসুদের অতীত কর্মকান্ড নিয়ে একটি ভিডিও ডকুমেন্টরী প্রদর্শনী করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, বাউফলে বিভাজনের রাজনীতি আর কাউকে করতে দিবেন জনগন। সেখানে এমপির চেয়ারে বসে লুটপাট সন্ত্রাসী কর্মকান্ড দেখে জনগণ বিরক্ত। এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার।

বিশেষ অতিথির বক্তব্যের মাঝে উপস্থিত জনতা ড. মাসুদকে একক সমর্থনের প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান বলেন, বৈষম্যহীন ও উন্নত বাউফল গঠনে আগামীতে ড. মাসুদকে আমাদের প্রথম চয়েজ। তাই আপামর জনতাই তার পক্ষে ঝাপিয়ে পড়ছে। বিকেল থেকে রাত পর্যন্ত আলোচনা সভা, পরিচিতি পর্ব ও সাংস্কৃতি এই অনুষ্ঠানের আয়োজন করে বাউফল উন্নয়ন ফোরাম বরিশাল।

সবশেষে উপস্থিত সকলকে বিরিয়ানীর মাধ্যমে আপ্যায়ন করাণো হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon