আজ বুধবার, ১৬ Jul ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি ॥
পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নওমালা ইউনিয়ন শাখা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে নওমালা ইউনিয়ন ছাত্রশিবির এই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছেন। এই বৃক্ষ রোপন কর্মসূচীতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাউফল উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ জুবায়ের হোসেন। এই বৃক্ষ রোপন কর্মসূচীতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল মহানগরের অধিনস্থ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সিফাত।
প্রোগ্রামে সভাপতিত্ব করেন বাউফল থানার, দক্ষিণ জোনের সেক্রেটারি মোঃ জাকারিয়া হোসেন, সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন নওমালা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ সুমন ইসলাম। আরো উপস্থিত ছিলেন নওমালা ইউনিয়ন শাখার ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ আবু সায়েমসহ বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।