আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
পল্লী জনপদ ডেস্ক ॥
বিশ্বব্যাপী মজলুম গাজাবাসী আহূত হরতালের সমর্থনে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল, ২০২৫) বাদ জোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে বরিশাল টাউন হল চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম ও সঞ্চালনা করেন মাওলানা কাওছারুল ইসলাম, সেক্রেটারি , ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা।
বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তরা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জারজ ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ।
আরো বলেন, জারজ রাষ্ট্র ইসরায়েল এখনই বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে। এছাড়াও তিনি ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সমাবেশে আরও বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি শামসুল হক মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের আশ্রাফী, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল হক, এসিস্ট্যান্ড সেক্রেটারী মাওলানা মুফতী নাসির উদ্দিন নাইস, জেলা এসিস্ট্যান্ড সেক্রেটারী মুফতী ওসমান গণী, এ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির, সভাপতি, ইসলামী আইনজীবী ফোরাম, বরিশাল মহানগর, মাওলানা আরমান হোসাইন রিয়াদ, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার, মাওলানা রেজাউল করীম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর, গাজী মোঃ রেদোয়ান, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর, মোঃ হাসিবুল হাসান, সভাপতি, বরিশাল বিশ্বাবিদ্যালয়, জিয়াউর রহমান নাইম, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বিএম কলেজ, বরিশাল।
মোঃ ইব্রাহিম খলিলসহ আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠন বরিশাল জেলা ও মহানগর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।