আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
পল্লী জনপদ ডেস্ক ॥
পটুয়াখালীর সোহাগ মৃধা কুরবানির গরু ‘কালো মানিক’ উপহার দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সোহাগ মৃধাকে নির্দেশ দিয়েছেন নিজ এলাকায় ফিরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের কুরবানি সম্পন্ন করতে।
বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুরবানির পশু উপহার দেয়ার জন্য সোহাগ মৃধা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া, সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য ঈদের বিশেষ উপহার পাঠিয়েছেন দলের চেয়ারপারসন।’
এ বিষয়ে সোহাগ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে উপস্থিত থেকে আমাকে আপ্যায়ন করেছেন, ঈদ উপহার দিয়েছেন। এটা আমার জন্য বড় প্রাপ্তি।’
এরআগে, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে কালো মানিক নিয়ে ঢাকা আসেন কৃষক সোহাগ মৃধা।
২০১৮ সালের শেষ দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের চৈতা বাজার থেকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভী কিনেছিলেন সোহাগ। সেই গাভীর বাছুরই আজকের এই কালো মানিক। ছয় বছরের যত্ন আর কঠোর পরিশ্রমে আজ মানিক এক বিশাল ষাঁড়ে পরিণত হয়েছে। পশুটির ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
গত কুরবানির বাজারে ১০ লাখ টাকা দাম উঠেছিল। কিন্তু এ বছর দাম কমে ৮ লাখ বলায় সোহাগ সিদ্ধান্ত নেয় তিনি আর মানিককে বিক্রি করবেন না। এটা নেত্রী খালেদা জিয়াকে কুরবানির জন্য উপহার হিসেবে দেবেন।
ঢাকায় ষাঁড়টি পাঠাতে কয়েক দিন ধরেই চলছে প্রস্তুতি। ভাড়া করা হয়েছে দুটি মিনি ট্রাক, খরচ প্রায় ৬০ হাজার টাকা। দলের প্রতীকে তৈরি করা হয়েছে ব্যানার, বাদ্যযন্ত্র, শোভাযাত্রার আয়োজন। গ্রামজুড়ে চলছিল উৎসবের আমেজ।