আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

Logo
শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ‍‍‍‍দেশে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপ‌দেষ্টা

শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ‍‍‍‍দেশে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপ‌দেষ্টা

শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ‍‍‍‍দেশে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপ‌দেষ্টা

পল্লী জনপদ ডেস্ক ॥

স্বরাষ্ট্র উপ‌দেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনা‌রেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভার‌তের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পা‌লিয়ে থাকা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের ফি‌রিয়ে আনার বিষয়ে একটা চু‌ক্তি হয়েছে। আমরা তা‌দের ফি‌রিয়ে আনার চেষ্টা কর‌ছি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শা‌ন্তিগঞ্জ থানা পরিদর্শন শে‌ষে এসব কথা ব‌লেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের যে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস ভয় পাচ্ছে না পুলিশ। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশন নেবে তারা।

সাংবাদিকদের তিনি বলেন, ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখন পর্যন্ত তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরও উন্নয়ন হবে। সবমিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। রোজার সময় আপনারা দেখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। পুলিশের থেকে আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক অসুবিধা রয়েছে। থাকা খাওয়ার উন্নতি করা দরকার। এ বিষয়টি মিডিয়ারও দেখা দরকার।

এসময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। এ ক্ষেত্রে তারা কার আত্মীয়, কার স্বজন এসব কোনোকিছুই বিবেচনা করা হচ্ছে না। যে অন্যায় করেছে, তাকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সবার প্রতি একটাই অনুরোধ, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।

এ ছাড়া পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই সম্পর্কে তিনি বলেন, এসব অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। তবে, অ্যাকশন নিতে কিছুটা দেরি হয় কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ‘চিকেনস নেক’ ইস্যুতে সম্ভাব্য সংঘাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কোনো ধরনের সংঘাতের শঙ্কা নেই।

পরে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির সবশেষ আপডেট নিয়ে আরেকটি জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ব্যাপারে নতুন কোনো আপডেট নেই। তবে, আমরা ইতোমধ্যে অফিসিয়ালি সব কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon