আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

Logo
সামাজিক দায়বদ্ধতা বাড়াতে পেশাজীবিদের সাথে সাংবাদিকদের বৈঠক

সামাজিক দায়বদ্ধতা বাড়াতে পেশাজীবিদের সাথে সাংবাদিকদের বৈঠক

সামাজিক দায়বদ্ধতা বাড়াতে পেশাজীবিদের সাথে সাংবাদিকদের বৈঠক

পল্লী জনপদ ডেস্ক ॥

সামাজিক দায়বদ্ধতা বাড়াতে পেশাজীবি মানুষের সাথে সাংবাদিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনশ্রী কাজী বাড়ি নতুন বাজার এলাকা মাঠে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিভিন্ন পেশাজীবি জনগণ সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভুমিকায় দেখতে চান। সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করতে গিয়ে বিপদগ্রস্ত হলেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন পেশাজীবিরা। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা কেনো সঠিক দায়িত্ব পালন করতে পারছে না, আমরা জানতে চাই। আমরা তাদেরকে সঠিক ভুমিকায় দেখতে চাই। তারা সাদাকে সাদা, কালোকে কালো কেনো বলতে ভয় পায়। সাংবাদিকরা জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে থাকার কথা। তারা কেনো কোন গোষ্ঠী বা দলের নয়, তারা নিরপেক্ষ।

এ সময় জনগণের নানা প্রশ্নের জবাব দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সাংবাদিকদের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, সাংবাদিকরা সব সময় পরিস্থিতির শিকার। ঘরে -বাইরে এমনকি কর্মস্থলেও তাদের নিরাপত্তা নেই। তারা কোথাও মাথা উচু করে দাড়াতে পারেনা। মাটি-মানুষ, দেশের পক্ষে, দূর্ণীতির বিরুদ্ধে তারা লিখতে গিয়ে জীবনহানি ঘটে, অথচ বিচার পায়না। এই অবস্থা থেকে উত্তরনের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবি আদায়ে সাংবাদিকরা জনগণের পরামর্শ ও সহযোগিতা চান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো: জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় আইটি বিভাগের সদস্য মো: ইবরাহিম শরীফ মুন্না, কেন্দ্রীয় সদস্য আখিনুর আক্তার, ঢাকা মহানগর উত্তরের তথ্য সম্পাদক সৈয়দ নুর ইসলাম।

বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতা মো: ইয়াছিন, ছাত্রনেতা, মো: নুর নবী, মো: জিহাদ, ব্যবসায়ী মো: মাসুম রানা, মো: কামরুল হোসেন, প্রকৌশলী মো: শাহাদাত হোসেন প্রমূখ। খোলা মেলা এ আয়োজনে এলাকার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon